শৈশবের সেই প্রিয় খেয়াঘাট
একদিন কত স্বপ্ন ছিল সেখানে,
ঘন কুয়াশায় হারিয়ে গেছে সেই ঘাট , সেই সবুজ মাঠ
আজ শুধুই শূন্যতা সেখানে।
সেই পুরাতন বৃক্ষগুলো আজও আছে
কিন্তু নেই আজ তাতে প্রাণ ,
ঝরে গেছে সব পাতা অগোচরে
হারিয়ে গেছে সব সোনালী ধান।
আজ তাই যাওয়া হয়না খেয়াঘাটে
শুধুই মনে পড়ে আজ সেইসব দিন,
আজ গেছে জীবন থেকে সেসব
হারিয়ে গেছে দিনগুলো, যা ছিল সব রঙিন ।