প্রতিদিন একটু একটু করে অন্ধকার হচ্ছে
আমাদের এই সুন্দর পৃথিবী ,
মানুষের পাপ আর পঙ্কিলতায় শেষ হচ্ছে
ভাল যে সব রীতি –নীতি ।
মানুষ মারছে বিনা কারণে মানুষকে আজ
হারিয়ে গেছে আজ মানবিকতা ,
লাজ-লজ্জা সেই কবেই পথ হারিয়েছে
দ্রুতই ধ্বংস হবে এই সভ্যতা।
বোমা হামলা করে পাপিষ্ঠরা মারছে শিশু
তারা আসলে সভ্যতার দুশমন ,
প্রতিদিনই আমরা তলিয়ে যাচ্ছি অন্ধকারে
নিত্য তাই খারাপ হয় আমার মন।