প্রতিদিন চলে যায়
ভাবি আমি স্রষ্টার হুকুম পালন করবো
কিন্তু কিভাবে যেন দিন পার হয়ে যায়
ভাবনা আমার ভাবনাই থেকে যায় ।
স্রষ্টার অসীম মায়া
তার সৃষ্টির প্রতি
আমরা প্রতিনিয়ত নাফরমানী করি
তারপরেও তিনি আমাদের প্রতি সদয়।
স্রষ্টার অফুরন্ত ক্ষমতা
যা ইচ্ছে করেন তাই হয়ে যায়
সব কিছুই তার আয়ত্তাধীন
সবকিছুর তার দিকেই প্রত্যাবর্তন ।