এ পাড়ে বসতি ছিল একদিন
আজ আর নেই
হারিয়ে গেছে অতল গহবরে
চলে গেছে অজানায়।
এ পাড়ে বসতি ছিল একদিন
আনন্দ ছিল ,ছিল প্রেম
বিরহ ছিল, কষ্টও ছিল
হারিয়ে গেছে সব অনেক দূরে।
এ পাড়ে বসতি ছিল একদিন
আজ সেখানে থৈ থৈ পানি
কে বলবে এখানে বসতি ছিল
আজ সেসব শুধুই স্মৃতি ।