একুশ এসেছিল একদিন
খুব দ্রুত এসেছিল
কিভাবে যে হারিয়ে গেল কিছুই বুঝলাম না
শুধু মনে হয় সে এসেছিল।
অনেক স্বপ্ন আর ভালবাসা নিয়ে এসেছিল
আমি বুঝতে পারিনি
এত তাড়াতাড়ি চলে গেল
অনুভব করতে করতেই হারিয়ে গেল।
একুশ আর আসবেনা আমার জীবনে
অনেক মুল্যবান জিনিস আমি হারিয়েছি
আমি বুঝতেই পারিনি
একুশ এসেছিল একদিন।