শান্ত সমুদ্রের মত বয়ে যাওয়া খুব কঠিন
ঢেউ আসবে ,আসবে জোয়ার
আসতে পারে সিডর কিংবা সুনামি
সব কিছুর পর সাগর সাগরই থাকে।
মানুষেরও জীবনও ঠিক এমনই
মেঘ ছাড়া কখনও বৃষ্টি হয়না
ঠিক তেমন কষ্ট ছাড়া সুখ আসেনা
সাদা সাদা মেঘ ছাড়া শুধু নীলাকাশ
কখনই কারো ভাল লাগেনা।