যান্ত্রিক শহর
এই শহরে কেউ কারো নয়
এখানে কেউ আপন নয়
এখানে কেউ ভালবাসেনা
এখানে কেউ ভালবাসতে পারেনা
এখানে কেউ ভালবাসতে জানেনা।
যান্ত্রিক শহর
এখানে সব কিছুই লোক দেখানো
সততার কোন দাম নেই
অসত লোক আছে ভীষণ দাপটে
ভাল লোকেরা মাথা গুঁজে আছে
মরুভূমির উটের মত দিন কাটাচ্ছে