ভাবিনি আবার বৃষ্টি নামবে সবুজ চারিদিকে
পাহাড় থেকে মিষ্টি হাওয়া কাঁপন তুলবে বুকে
রাস্তা ,ফুটপাথ ভিজে হবে সব একাকার
প্রতিবারই বৃষ্টিতে ভিজেই যাব আমি বারবার।
বাসায় ফিরতে দেরী হবে অপেক্ষায় প্রিয়তমা
বৃষ্টিতে তারও মাঝেমাঝে পেয়ে যায় কান্না
ভেসে আসবে অজানা পোকার ডাক অন্ধকারে
ভাল লাগা থেকে যাবে সব কিছু ঘিরে।