অনেক দূরত্ব হয়ে গেছে আমাদের
অনেকটা পথ হেঁটে এসে
কিভাবে যেন হয়ে গেল অনতিক্রম্য দূরত্ব
মতান্তর কিভাবে মনান্তরে পরিণত হল বুঝিনি।
সময়ের পরিক্রমায় আমরা দূরে সরে গেলাম
অথচ কত কাছে ছিলাম আমরা দুজন
চেনা তোমাকেও খুব অজানা লাগে আজ
অনেক দূরত্ব হয়ে গেছে আমাদের।