প্রচণ্ড উত্তাপে দগ্ধ হবে প্রায় সবাই
বৈশাখে তবুও বেরিয়ে আসবে সবাই রাস্তায়
ভুলে যাবে সব অতীতের কষ্ট আর বিরহ
সকাল সন্ধ্যা বিরাজ করবে উৎসবের আবহ।
পান্তা ইলিশ খেয়ে একদিন সব বাঙালি হবে
পরদিনই আবার সব ভুলে বিদেশী সাজবে
তবু বৈশাখ আসবে শত কষ্টেও মানুষ হাসবে
অতীত ভুলে সব সুখের সাগরে সবাই ভাসবে।