মিশরের রাজারা আজ আর নেই চলে গেছে পরপারে
কতই না ক্ষমতাধর ছিল আজ তারা অন্ধকার কবরে
এভাবেই সবাই শেষ হবে , একথা কি সব বিশ্বাস করে?
তারপরেও শত শত পাপ করছে মানুষ কেমন করে ?
সিন্ধু সভ্যতা কোথায় যেন হারিয়ে গেছে অজানায়
নতুন নতুন সভ্যতা গড়ে উঠেছে আজ তার জায়গায়
আবার সেই সভ্যতা ধ্বংস হবে আসবে নতুন সভ্যতা
পুরাতন যাবে নতুন আসবে পৃথিবীরই নিয়ম তা ।