দুরন্ত ঝড়ের মত তুমি আসবে তাই
আমি ভেসে চলে যেতে চাই স্বাপ্নিক পৃথিবীতে
সুখের নীড় সেথায় আমি বাঁধতে চাই
আসবে না তুমি জোছনাস্নাত কোন রাতে?
কত আশা নিয়ে আসবে তুমি কাছে
ছোট্ট এই জীবনে আর কি চাওয়ার আছে?
কুঞ্জছায়ায় স্বপ্ন দেখে দিন যদি চলে যায়
ভাবতে ভাবতে এভাবেই দিন চলে যায় ।