ভেবেছিলাম বৃষ্টি হবে
একটু বোধহয় মেঘও দেখেছিলাম
কিন্তু একরাশ মিষ্টি হাওয়া এসে
মেঘ ভাসিয়ে নিয়ে চলে গেল অজানায়
ভেবেছিলাম বৃষ্টি হবে।
ভেবেছিলাম বৃষ্টি হবে
ধুয়ে মুছে চলে যাবে সব অভিমান
ভেজা মাটির মতই হয়ে যাবে ভেজা মন
আমি অপেক্ষায় ছিলাম
ভেবেছিলাম বৃষ্টি হবে।