ছোট একটি জীবন
তোমাকে ভালবেসেছিলাম আমি
উপেক্ষা করে চলে গেছ দূরে
আমি উপেক্ষা করতে পারিনা
স্বভাবদোষেই এমন হয়েছি
আমি ভালবেসেই যাব আজীবন ।
আমার ভালবাসা
হয়তো হবেনা ইতিহাস
ভুলে যাবে সবাই
আমি ভুলতে পারিনা
স্বভাবদোষেই এমন হয়েছি
আমি ভালবেসে যাব আজীবন ।