তোমার বাড়ীতে আমি আর আসবোনা
তোমাকে আর কখনোই ভাল বাসবোনা
ছিনিয়ে নিয়েছ আমার তুমি মুল্যবান সময়
প্রতারণা করেছ কাঁদবে একদিন তুমি নিশ্চয়
কেঁদে কেঁদে আমি সয়ে গেছি সব আজ
তোমার কথা ভাবতে তাই আমি নারাজ
ভাল থাকার অভিনয় করেও তুমি আসলে দুঃখী
অন্যের সাথে প্রতারণা করে হওয়া যায় কি সুখি?
একদিন ঠিকি কেঁদে কেঁদে যাবে তোমার বেলা
তোমার খুব আপনজন যখন তোমাকে করবে হেলা
কর্মফল ভোগ করতে হয় ,তার জন্য তুমি তৈরি হও
জ্বলে পুড়ে অঙ্গার হয়ে কাঁদতে কাঁদতে তুমি পালাও।