আমার পায়ের ছাপ মুছে গেছে সবুজ ঘাসে
স্বপ্নগুলো ফিকে হয়ে গেছে খয়েরি আকাশে,
তবু আমি থেকে যাব চিরদিন তোমার মনে
চাঁদের আলোর মতো আসব তোমার উঠোনে।
তুমি তখন যাবে কোথায় আমার সুরঞ্জনা
ফিরে আসার কোন পথ তখন আর পাবেনা ,
কাঁদবে বসে একা তুমি খোলা জানালায়
বসে থাকবে তখন তুমি আর কার আশায়?