কিশোরীর মিষ্টি হাসি
সবাইকে মুগ্ধ করে,
সবাইকে কিন্তু সে
বাঁকা চোখে লক্ষ্য করে।
সবার চোখেই তার
রাণী হতে ইচ্ছে করে,
একটু অবহেলায় সে
অনেক বেশী ভেঙ্গে পড়ে।
মনের ভেতরে কিশোরীর
নানা স্বপ্ন খেলা করে,
কখনো হাসি কখনো কান্না
হয় তার মনের ভেতরে।
ভাল লাগেনা কিছু তার
স্পর্শ পেতে ইচ্ছে করে,
কি যেন ভাবে সারাদিন
থাকতে চায়না বদ্ধ ঘরে।