তোমাকে যেদিন প্রথম দেখি
সেদিনই ভালবেসে ফেলি
আমার কি দোষ?
এত মায়াবী ভাবে তাকিয়ে থাকলে
না ভালবেসে কি পারা যায় ?
তোমাকে যেদিন প্রথম দেখি
সেদিন আমার অসুখ হয়েছিল
ভয়াবহ রকমের অসুখ
কোন ওষুধই আমাকে ভাল করতে পারেনি
সেটা ছিল ভালবাসার অসুখ।
তোমাকে যেদিন প্রথম দেখি
তার পর থেকে
আর কাউকে ভাল লাগেনি আমার
সেদিন থেকেই অন্তরে তুমি আছ
প্রথম দেখাতেই হয়েছে আমার ভালবাসা ।