আকাশে উড়েনা আজ শান্তির পায়রা
সব উড়ে চলে গেছে যেন কোথায়
আমি খুঁজি শান্তির পায়রাকে
কোথাও আমি খুঁজে পাইনা।
আজ দেখি শান্তির পায়রার জায়গায়
উড়ছে বিষাক্ত শকুন
শকুনের ভয়ে আজ
শান্তির পায়রা সব পালিয়েছে।
আকাশে কি আর উড়বে না?
শান্তির সেই সাদা পায়রা
আবার কি ফিরে আসবেনা?
শান্তির পায়রা নীল আকাশে ।