সেই পুরাতন গন্ধ আমি পাই
তার শরীরের গন্ধ
যে একদিন খুব কাছে এসেছিল
তার শরীরের গন্ধ।
এখন সে নেই কাছে
চলে গেছে অনেক দূরে
আমাকে ফেলে গেছে অবহেলায়
আজও তার শরীরের গন্ধ পাই।
আমি ভুলে গেছি তার কথা
আমি ভুলেছি আমার দুঃখ
কিন্তু তার শরীরের সেই গন্ধ
আমি আজও ভুলিনি।