সময় চলে যাচ্ছে
দ্রুত হরিণীর মতো করে যাচ্ছে
কেউ আটকাতে পারছেনা
এখনই সময় লিখে ফেলার
আমদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস।
মুক্তিযোদ্ধারা যারা আজ বেঁচে আছে
তারাই শেষ সাক্ষী
একদিন হয়তোবা তারা চলে যাবেন
তাদের সবাইকে সাথে নিয়েই আজ
লিখে ফেলতে হবে ইতিহাস।
আর বিলম্ব নয়
একেক সময় একেক ইতিহাস নয়
চাই পুরো ইতিহাস সঠিকভাবে
এখনই যদি আমরা তা না করি
আমরা ভুলে যাব আমাদের ইতিহাস।