অনেক রাত কেটে গেছে
ঘুম হয়নি অনেক রাতে
জানালার পাশে একা একা বসে থেকেছি
কখনো চোখ ভরে এসেছে জল
তোমায় খুঁজেছি আমি
রাত জেগে জেগে খুঁজেছি তোমায় ।
অনেক রাতের সাক্ষী
আকাশের ঐ সব তারা
কেঁদে কেঁদে হয়েছে আমার ভোর
ভোরের সূর্য দেখে আমি ঘুমিয়েছি
রাতের মতই অন্ধকার হয়েছে মন
রাত জেগে জেগে খুঁজেছি তোমায় ।
আরও অনেক রাত আসবে
জেগেই কাটাতে হবে আমাকে
জোছনা অমাবস্যা যাই আসুক
একাই কাটাতে হবে আমাকে
অন্ধকার নির্ঘুম রাত ই আমার গন্তব্য
রাত জেগে জেগে খুঁজেছি তোমায় ।