সেদিনের সেই বিকেলবেলায়
হাত ধরে তুমি বলেছিলে
থাকবে আমার তুমি সারাজীবন
বিকেল গড়িয়ে যেই সন্ধ্যা নামল
সেই আবছা অন্ধকারেই তুমি হারিয়ে গেলে
প্রতিশ্রুতি সব হারিয়ে গেল।
প্রতি বিকেলেই তোমায় খুঁজি
কোন বিকেলেই আর তোমাকে খুঁজে পাইনা
আমার বিকেলগুলো সব সন্ধ্যা হয়ে যায়
রাতের অন্ধকার নেমে আসে মনে
অন্ধকারেই পার হয়ে যাচ্ছে জীবন
অন্ধকারেই হয়ত পার হয়ে যাবে জীবন ।