ধন্যবাদ হে মুক্তিযোদ্ধা তোমাকে
অসীম সাহস নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলে
মৃত্যুর ভয় পাওনি কভু
অথচ আজ তুমি পালিয়ে বেড়াও
শহর থেকে শহরে
গ্রাম থেকে গ্রামে
যে একাত্তরে তুমি ভয় পাওনি
তবে আজ কেন ভয় পাও?
ধন্যবাদ দুরন্ত সাহসী মুক্তিযোদ্ধা
আবার তোমরা গর্জে উঠ
যেভাবে তাড়িয়েছিলে পাক সেনাদের
সেভাবে সরিয়ে দাও সব জালিমদের
তছনছ করে দাও সব পাপীদের
আবার তোমরা সামনে আসো
তোমরা তো ভীতু নও
সামনে এসে সব জঞ্জাল সরাও।