আমি বলতে চাই
আমার মনের যত কথা
আমার প্রাণের অনেক ব্যথা
শোনার কি কেউ নেই ?
আজ সবাই ব্যস্ত আর ব্যস্ত
কারো কোন সময় নেই
পর হয়ে যাচ্ছে সহজেই
কার কাছে করব মনের ভার ন্যস্ত?
তবুও আমার মনে হয়
কেউ না কেউ আছে
আসবে আমার কাছে
থাকবে কাছে সবসময়।
আমি অপেক্ষা করি নিশিদিন
কবে সে আসবে কাছে
ভালবেসে টানবে কাছে
জীবন আমার করবে রঙিন ।