আমার মন অকারণে কষ্ট পায়
জানি কোন কিছুরই হবেনা সমাধান
ভিখারি ভিক্ষা করে যাবে
জ্যামে আটকে সময় নষ্ট হবে
ফাইল আটকে টাকা খাবে
পানি , বিদ্যুতের হবেনা সমাধান
জানি এসব সমাধান হবেনা
তাই আমার মন অকারণ কষ্ট পায়।
সবাই তো সব মেনে নিয়েছে
আমারি যত হতাশা আর হতাশা
কাউকে উচ্চবাচ্য করতে দেখিনা
যাবতীয় সমস্যা নিয়েও তারা সুখে আছে
তারা সুখে থাকতে জানে
সবকিছু সহজভাবে নিতে পারে
শুধু আমার মন এসব মানতে পারেনা
অকারণেই তাই আমার মন কষ্ট পায়।