সুখের নিদ্রা আমি দিতে চাই
ভেসে আসে রাজ্যের চিন্তা,
সবাই মেনে নেয় অন্যায় সব
আমার মনেই রাজ্যের দুশ্চিন্তা ।
প্রতিহিংসা পূর্ণ এই পৃথিবী
কিভাবে দিব আমি শান্তির ঘুম?
শান্তির পায়রা সব উড়ে গেছে
জীবন আজ বড়ই অমসৃণ ।
পুষ্পবৃষ্টি আর হয়না কোথাও
চারিদিক আজ শুধু ধ্বংসের ,
শান্তির ঘুম এজ দিবে কে
এমন আছে হিম্মত কার?
তাইতো সুখের নিদ্রা আমার
হয়না আজ বহুদিন,
কোন আশার আলো দেখিনা আমি
আসবে কি কভু আর সুদিন?