যাই করোনা কেন
যাই হও না কেন
শেষ ঠিকানা জেনে রেখো তুমি
কবরই তোমার শেষ ঠিকানা
সেখান থেকে রক্ষা তুমি পাবেনা।
পৃথিবীতে তাই তুমি
কোন অন্যায় করবেনা
করবেনা তুমি সীমালঙ্ঘন
তবেই কবরে থাকবে তুমি
অনেক বেশী সুখে।
কবরে তোমাকে যেতেই হবে
কোন মাফ নেই কারো
কেউ খাবে সাপের কামড় ,পাবে শাস্তি
কেউ থাকবে অসীম সুখে
এসব একটু তুমি চিন্তা করো ভাই।