হে বিধাতা
আমাকে শক্তি দাও
যেন সব অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারি
গর্জে উঠে যেন আমার কণ্ঠ ,কলম
আমাকে শক্তি দাও
আমাকে শক্তি দাও।
হে বিধাতা
আমাকে অভাবমুক্ত কর
যেন নিবিষ্টমনে ইবাদত করতে পারি
মানুষকে সাহায্য করতে পারি
ইসলামের খেদমত করতে পারি।
হে বিধাতা
আমাকে প্রশান্তি দাও
তুমি শান্তি দিলে তো আর কেউ
অশান্তি সৃষ্টি করতে পারেনা
আমাকে সাহায্য কর প্রভু।