মহাপ্রলয়
সে আসবে নিশ্চয়
তখন পালাবে কোথায়?
সবকিছু শেষ হয়ে যাবে ভাই।

মহাপ্রলয়
সাবধান হও সবাই
স্রষ্টার নির্দেশে ফুঁ দিলেই
সবকিছু হয়ে যাবে ছাই।

মহাপ্রলয়
আসবে যেকোনো দিন
প্রস্তুতি নাও সবাই
আসলে আর সময় পাবেনা ভাই।

মহাপ্রলয়
সে এক ভয়ংকর দিন
এসব নিয়ে একটু চিন্তা কর
সুন্দর পাপমুক্ত জীবন গড়ো ।