জীবন সুন্দর
কখনো মেঘ কখনো বৃষ্টি
হেমন্তের শেষ বিকেলে
সবকিছু কেমন জানি ঘোর লাগে
খুব বেশী বাঁচতে ইচ্ছে হয়।
জীবন সুন্দর
বর্ষার বৃষ্টির মতো সুন্দর
গোধূলি লগ্নের মতো সুন্দর
কিশোরীর মিষ্টি প্রেমের মতো সুন্দর
জোছনার আলোর মতো সুন্দর।
জীবন সুন্দর
আরও বেশী সুন্দর বেঁচে থাকা
অনেকদিন বাঁচতে চাই
স্রষ্টার এই সুন্দর পৃথিবীর সুন্দরের মাঝে
অনেকদিন থাকতে চাই।