খুব কম জন আছে
আমার পরিচিত জনের মধ্যে,
আমার কাছে মনে হয়
আপনাদের সবার মাঝেও মনে হয়
আমার মতো একই ধারণা ,
প্রথম ভালবাসার মানুষের সাথে
বেশীরভাগ মানুষেরই সংসার হয়না।


কেন এমন হয়?
তোমরা বলতে পারো ?
আমার যেটা মনে হয়
প্রথম ভালবাসা অপরিপক্ক হয়
যুক্তির চেয়ে সেখানে বেশী থাকে আবেগ
তাইতো বেশী ভুল হয়
খুব কম জন এজন্যই সফলকাম হয়।