হারিয়ে ফেলেছি যা
সে আমার নয়,
এখন তার হয়েছে
অন্য পরিচয়।
সে ছিল আমার আপন
ছিল খুব কাছের,
কোথায় গেল সে
আজ অনেক দুরের।
হৃদয়ে রেখেছি তাকে
ভুলতে আমি পারিনা,
ভুলতে তাকে পারবো কিনা
আমি তা জানিনা।
থেকে যাবে সে নিশ্চয়
আমার মনের মাঝে,
ভাববো তার কথা
সকাল আর সাঁঝে ।