আজ খুব ইচ্ছে করছে
পুরনো প্রেমিকাকে ভালবাসতে
তার কাছে আসতে
কিন্তু তা কি করে সম্ভব?
সেতো এখন অন্যের ঘরণী ।
একদিন খুব কাছের ছিল
চাইলেই তাকে কাছে পেতাম
সে ছিল খুব সহজলভ্য
আর এখন তাকে চিন্তা করলেও
ভয় লাগে, বড় ভয় লাগে।
কেমন করে এমন হয়ে গেল
আপন মানুষ পর হয়ে গেল
আজ আর তাকে পাইনা
তাকে নিয়ে ভাবতেও পাপবোধ হয়
তাকে বড় অন্যরকম মনে হয়।