আজ অকবিদের জয়
মহৎ কবিরা পালিয়ে বেড়াচ্ছে
অনেক কষ্ট তাদের বুকে
অকবিরা দাপিয়ে যাচ্ছে
সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছে ।
অকবিরা বড্ড লোভী
সব পুরষ্কার তারা নিচ্ছে
অথচ নেই তাদের সৃষ্টিশীলতা
তারা হচ্ছে চাটুকার দালাল
সব জায়গাতেই তাদের আস্ফালন।
অকবিরা অবশ্য হারিয়ে যাবে
মৃত্যুর সাথে সাথে নাম মুছে যাবে
কেউ তাদের মনে রাখবেনা
কেউ তাদের ফুল দেবেনা
ইতিহাসের আস্তাকুরেই তারা নিক্ষিপ্ত হবে।