প্রথম স্পর্শ
কোন মায়াবী নারীকে প্রথম স্পর্শ
কেউ কি ভুলতে পারে?
থেকে যায় সেই স্পর্শের স্মৃতি ।
জীবনের নানান বাঁকে
সেই স্পর্শ প্রেরণা দেয়
বুকের ভেতর অস্বস্তিকর ভাললাগা হয়
সব কিছু তুচ্ছ মনে হয়।
প্রথম স্পর্শের মতো
জীবনে আরও স্পর্শ আসে
সেসব আর মন কে স্পর্শ করেনা
প্রথম স্পর্শের স্মৃতিই থেকে যায়।
যারা প্রথম স্পর্শের স্বাদ পেয়েছে
তারা সত্যিই ভাগ্যবান
প্রথম স্পর্শের স্মৃতি নিয়েই
চিরকাল তারা বেঁচে থাকতে পারে।