ছয়টি ছেলে
বাংলা ভাষাকে ভালবেসে
দিয়ে গেল প্রান ,
ভয় পায়নি তারা
কোনভাবেই দমেনি তারা
রেখে গেল দেশের মান।
২১ শে ফেব্রুয়ারির সেই দিনে
বাংলার দামাল ছেলে
ছিনিয়ে নিয়ে এল ভাষা ,
অস্থির এক সময়ে
আমাদের কষ্টের সময়ে
দেখাল মোদের আশা ।
শ্রদ্ধা আর ভালবাসায়
স্মরণ করি আমরা
মরেও তারা অমর,
বেঁচে থাকবেন তারা
বাংলা ভাষার ভেতরে
তাঁদের স্মৃতি চির ভাস্বর ।