সেই তুমি আজ
চলে গেছ দূর অজানায়
ভুলে আছ আজ তুমি আমায়
একটুও কি মনে পড়েনা আমায়?
সেই হাত ধরে হাঁটা
একসাথে সকাল ,দুপুর ,বিকেল
একসাথে কাটিয়েছি অনেক স্নিগ্ধ বিকেল
শুধু মনে পড়ে আর কান্না পায়।
কেমন করে সব ভুলে গেলে
কিভাবেই বা ছেড়ে গেলে?
আমি ভাবি আর ভাবি
কোন উত্তর খুঁজে পাইনা।
সেই তুমি আজ কত দুরে .....................।