হে আমার স্রষ্টা
আমি বড় নাফরমান
তোমার সব নেয়ামত ভোগ করি
কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করিনা
তোমাকে ভুলে যাই
আমাকে মাফ করে দাও খোদা ।
হে আমার রব
অনেক ভালবাস আমাকে
সব বুঝেও আমি কৃতজ্ঞ নই
তোমার নির্দেশিত পথে চলিনা
জানিনা ক্ষমা পাবো কিনা
তুমি তো পরম ক্ষমাশীল আল্লাহ্
আমাকে ক্ষমা করে দাও
আমাকে তোমার পথে টেনে নাও।