মিথ্যার তাণ্ডবে
সত্য আজ প্রায় বিলীন,
মিথ্যাবাদীদের আজ আস্ফালন
অট্টহাসি করছে তারা নিশিদিন ।
সত্যবাদী আজ লুকায় অন্ধকারে
টিকে থাকাই তাদের মুশকিল,
মিথ্যাবাদীরা আজ দিনের আলোয়
সত্যের প্রতি দিচ্ছে ঢিল ।
কবে হবে ভাবি আমি
এসবের সব অবসান,
মিথ্যার অন্ধকার ভেদ করে
আসবে সত্যের সুদিন।