অন্ধকার নেমে এসেছে এই পৃথিবীতে
বড্ড বেশী ঘন অন্ধকার ,
অশুভ শক্তির জয় চারিদিকে
নাগিনীরা ছাড়ছে বিষাক্ত হুঙ্কার।
এই অস্থির খারাপ সময়ে
মন খারাপ হয় অনেক বেশী ,
গভীর অমানিশা এই হৃদয়ে
মনের দুঃখে কাঁদতে বসি।
এই সময় বেশীদিন থাকবেনা
নিশ্চয় সামনে আসবে সুদিন,
মজলুমেরা আর কেউ কাঁদবেনা
আখেরে অশুভ হবেই বিলীন ।