ভালবাসি তোমাদের
অনেক বেশী ভালবাসি
তোমরা তা বুঝতেই  পারোনা
মিছেই করো অভিমান।

অনেক ভালবাসা হৃদয়ে আমার
যতই দেখি ভুল পথে আছো
তারপরও ভালবাসা কমেনা আমার
ভালবেসে যাই শুধু তোমাদের ।

ভালবাসি তোমাদের
চিরদিন ভাল বেসে যাবো
কোন কিছু না পেলেও
ভালবেসে যাব আজীবন ।


ভালবাসি তোমাদের