শীত যখন আসে
বড় বেশী তাকে মনে পড়ে
কারণ সে হারিয়েছিল
শীতের এক রাতে
শীতের হিম কুয়াশায়।
শীতের কুয়াশায় তাই
আমি খুঁজে বেড়াই
খুঁজে ফিরি চারপাশে
শুধু পাই নিঃসীম শূন্যতা
খুঁজে তারে আমি পাইনা।
আমিও হারাতে চাই
তার মত করে
শীতের রহস্যময় কুয়াশায়
আমাকেও তার তখন মনে পড়বে
যেমন করে পড়ে আমার।