আবার এসেছি ফিরে
এই বাংলায়
শঙ্খচিল শালিখের বেশে নয়
সাধারণ মানুষের বেশে।
প্রবাসে ছিলাম কিছুদিন
টানতে পারেনি আমাকে
কিসের জন্য জানি
প্রাণ করেছিল হায় হায় ।
কার্তিক নবান্নের এই দেশ
সমস্যা জর্জরিত এই দেশ
এই দেশ ছেড়ে আমি
কখনো কি দূরে থাকতে পারি?