আজ বড্ড হতাশা
খারাপ মানুষ সব ঐক্যবদ্ধ হয়েছে
মানুষের ক্ষতি করার জন্য তারা লেগেছে
আদাজল খেয়ে তারা মাঠে নেমেছে।
তারা আজ ভুলে গিয়েছে
সৃষ্টিকর্তা বলে একজন আছেন
তিনি সবকিছুই দেখছেন
তিনিই সবকিছুর বিচার করবেন।
সেসব অমানুষদের বলি
ভাল হয়ে যাওয়ার চেষ্টা করেন
যেকোনো সময় পরকালের ডাক পাবেন
নিজেকে দ্রুত শুধরে নিন।