সাইফুল দেখতে মানুষের মতো
কিন্তু সে মানুষ নয়,
মানুষ বলতে তাকে আজ আমার
বড় বেশী ঘৃণা হয়।
পাঁচ বছরের নিষ্পাপ মেয়েকে
করেছে সে অত্যাচার ,
বিচার তার হতেই হবে
কোনভাবেই সে পাবেনা পার।
সাইফুল মানুষ নামের কলঙ্ক
আসলে সে জানোয়ার ,
পশুরাও এতোটা নিষ্ঠুর নয়
খুব দ্রুত তার হোক বিচার।