ভালবাসার স্মৃতিগুলো
বারবার চোখে ভাসে,
ঘুমিয়ে গেলেও তা
স্বপ্নের ভেতর আসে।
দীর্ঘ দুপুরের মতো
দুঃস্বপ্ন যেন শেষই হয়না,
শীতের দীর্ঘ রাতের মতো
দুঃসময় যেন শেষ হয়না।
এভাবে কষ্ট পেতে পেতে
চলে যাব নিশ্চয় একদিন,
সবসময় বুক খচখচ করে
কবে আসবে সেই দিন?