যত তোমার কাছে এসেছি
তত গেছ দূরে,
যত তোমায় মন দিয়েছি
গিয়েছ সরে সরে।
যত তোমায় আপন ভেবেছি
ততই পেয়েছি আঘাত,
সহ্য করেছি আমি
করিনি কোন প্রতিবাদ।
ভালবাসার ভাণ করে
কাটিয়ে গেলে সুন্দর সময়,
এমন করতে হয়না
বুঝবে নিশ্চয় একসময় ।
মন নিয়ে খেলা করে
ভাল থেকো তুমি,
বুকে ব্যথা নিয়েই বাকী জীবন
কাটিয়ে দিব আমি।