সূর্য যখন পশ্চিম দিকে উঠবে
পাবে না কোন দিশা,
ভাল মানুষ ভয় পাবেনা
খারাপ মানুষের হবে হতাশা।
সেদিন অবশ্যই আসবে
রেখো তুমি বিশ্বাস ,
পবিত্র গ্রন্থের তুমি
কখনো করোনা অবিশ্বাস ।
কিয়ামত হবেই হবে
পৃথিবী ধ্বংস হবে একদিন,
পালিয়ে কোথায় যাবে
ভয়ংকর হবে সেই দিন।
কিয়ামত আসলে সময় পাবেনা
এখনই হও সাবধান,
পুণ্য কর তুমি সবসময়
দীপ্ত রাখো নিজ ঈমান ।