পৃথিবীতে অন্ধকার খুব
নেই তেমন আলো ,
মাঝে মাঝে তাই মনে হয়
অন্ধ হওয়াই ছিল ভাল।
পৃথিবী আজ ডুবে গেছে
অন্যায় আর পাপে,
খারাপ মানুষ দাপিয়ে বেড়াচ্ছে
ভাল মানুষ আছে চাপে।
ভালোদের এগিয়ে এসে
দূর করতে হবে অন্ধকার,
নইলে সব ধ্বংস হবে
থাকবেনা কিছু করবার।